পাচার করার সময় সেগুন কাঠ বোঝাই গাড়ি আটক : তদন্তে বন বিভাগ

31st December 2020 10:02 pm অনান‍্য
পাচার করার সময় সেগুন কাঠ বোঝাই গাড়ি আটক : তদন্তে বন বিভাগ


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) :  ত্রিপুরার চুড়াইবা‌ড়ি থে‌কে আ‌ছিমগ‌ঞ্জে পাচা‌রের ম‌ুখে ল‌রি বোজাই সেগুন কাঠ সহ আটক দুই দোহা‌লিয়া বন ক‌র্মিদের হা‌তে।গোপন সু‌ত্রের ভি‌ত্তি‌ত্বে অ‌ভিযান চা‌লি‌য়ে বড়সড় সাফল‌্য পেল ক‌রিমগ‌ঞ্জের দোহা‌লিয়া ফ‌রেষ্ট রে‌ঞ্জের ক‌র্মিরা।উক্ত অ‌ভিযা‌নে প্রায় লক্ষা‌ধিক টাকার সেগুন কাঠ বোঝাই মেগা ম‌্যা‌জিক ল‌রি সহ চালক ও পাচারকা‌রি ধরা পড়ার খবর পাওয়া গে‌ছে। গোপন সু‌ত্রের ভি‌ত্তি‌ত্বে দোহা‌লিয়া ফ‌রে‌ষ্টের রেঞ্জকর্তা প্রবীর বিশ্বাস দলবল নি‌য়ে পাথারকা‌ন্দির বাইপাস সড়ক সংলগ্ন আট নং জা‌তিয় সড়‌কের তিনখাল এলাকায় ওৎ‌পে‌তে ব‌সে থাক‌লে সাফল‌্য আ‌সে।এমন সম‌য়ে ত্রিপুরার চুড়াইবা‌ড়ি থে‌কে ‌ TR 05 B 1713 নম্ব‌রের ‌সেগুন কাঠ বোজাই মেগা ম‌্যা‌জিক গা‌ড়ি‌টি আ‌ছিমগ‌ঞ্জের প‌থে রওয়ানা হ‌লে বন ক‌র্মিরা তা‌দের পিছু ধাওয়া ক‌রে ল‌রি স‌মেত দু ব‌্যা‌ক্তি‌কে চ‌্যা‌লেঞ্জ জা‌নি‌য়ে আটক ক‌রেন।তা‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে চালক সইফুল হো‌সেন(২৫)ও পাচারকা‌রি জু‌বেল আহ‌মেদ(২৪)উভ‌য়ের বা‌ড়ি উত্তর ত্রিপুরার চুড়াইবা‌ড়ি থানাধীন খা‌দিমপাড়ায়।এ‌ অ‌ভিযা‌নে বন ক‌র্মিদের ব‌্যবহৃত ব‌লো‌রো গা‌ড়ি‌টি কিছুটা ক্ষ‌তিগ্রস্থ হয়।প‌রে আটক দুজন‌কে পাথারকা‌ন্দি পু‌লি‌শের হা‌তে সম‌ঝে দেয় বন বিভাগ।ত‌বে আটক সেগুন কাঠ বোজাই ল‌রি‌টি বন বিভা‌গের হেফাজ‌তে থাকার খবর পাওয়া গে‌ছে।আগা‌মি কাল ল‌রি সহ ধৃত‌দের জেলা সি‌জেএম আদাল‌‌তে সম‌ঝে দেওয়া হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন রেঞ্জকর্তা বিশ্বাস বাবু।প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে এ রুট দি‌য়ে গত দীর্ঘদিন ধ‌রে অবা‌ধে মুল‌্যবান বনজ সামগ্রী পাচা‌রের অ‌ভি‌যোগ উঠ‌ছিল।‌শে‌ষে অ‌ভিযা‌নে নে‌মে সাফল‌্য পায় বন বিভাগ।এবং ভ‌বিষ‌্যতেও বন বিভা‌গের এমন অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন রেঞ্জকর্তা প্রবীর বিশ্বাস।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।